কুড়িগ্রামে ভায়োলেশন মামলায় ৫ জনের দেওয়ানি কারাদন্ড

প্রকাশ | ১২ অক্টোবর ২০২১, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
নালিশি জমি প্রার্থীপক্ষ বরাবর ফেরত প্রদান এবং প্রতিপক্ষ ৫ জনের প্রত্যেককে ৩ মাস করে দেওয়ানি কারাগারে আটক রাখার নির্দেশ প্রদান করে মিস ভায়োলেশন মামলা নং ০৯/১৭-এর আদেশ প্রদান করেছেন কুড়িগ্রাম সদর সিনিয়র সহকারী জজ আদালত। বৃহস্পিতবার আদালতের বিচারক মো. হাসিনুর রহমান মিলন একতরফা সূত্রে এই আদেশ প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, মো. হামিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মো. জমশেদ আলীসহ ৫ জনকে বিবাদী করে ৪১ শতক জমি বাবদ চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনায় উপর্যুক্ত আদালতে অন্য ৩১০/১৩নং মোকদ্দমা আনয়ন করে বিগত ১৫.০৬.২০১৬ ইং তারিখে রায় প্রাপ্ত হন। আদালতের নির্দেশ ভঙ্গ করে বিবাদীরা নালিশি জমি থেকে বাদী হামিদুল ইসলামকে বেদখল দেন। হামিদুল ইসলাম পুনরায় প্রার্থী হয়ে জমশেদসহ ৫ জনকেই প্রতিপক্ষ করে নালিশি জমির দখল পুনরুদ্ধার এবং প্রতিপক্ষগণকে দেওয়ানি কারাগারে আটকের প্রার্থনায় দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর আদেশ ২১ বিধি ৩২ অনুসারে মিস ভায়োলেশন মামলা নং ০৯/১৭ আনয়ন করেন। আদালতের বেঞ্চ সহকরী আল মামুন বলেন, মিস ০৯/১৯নং মোকদ্দমার সমন প্রাপ্ত হয়েও আদালতে হাজির না হওয়ায় একতারসূত্রে শুনানি শেষে আদালত বৃহস্পতিবার আদেশ দেন। তিনি বলেন, আদালত তার আদেশে নালিশি জমির দখল প্রার্থী হামিদুল ইসলাম বরাবর ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। ব্যর্থতায় দেওয়ানি কার্যাবাধি, ১৯০৮-এর আদেশ ২১ বিধি ৩৫ অনুযায়ী আদালতের মাধ্যমে প্রার্থীপক্ষ দখল বুঝে নিতে পারবেন বলে আদালত তার আদেশে উলেস্নখ করেছেন। পাশাপাশি প্রতিপক্ষরা এর প্রত্যেককে ৩ মাস দেওয়ানি কারাগারে আটক রাখার নির্দেশ দিয়ে আদালত তাদের বরাবর ওয়ারেন্ট ইসু্যর নির্দেশ দিয়েছেন বলে জানান বেঞ্চ সহকারী আল মামুন।