বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলের অর্থদন্ড

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২২, ০০:০০

ম আইন ও বিচার ডেস্ক
বরগুনায় বাবা-মাকে ভরণপোষণ না দেওয়া ও অবহেলা করায় ছেলেকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেন ২৯ ডিসেম্বর এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত কামাল হোসেন বরগুনার সদর উপজেলার বাইনসমের্ত এলাকার ওয়ারেচ তালুকদারের ছেলে। অভিযোগ থেকে পুত্রবধূ বীথিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় বীথি উপস্থিত থাকলেও কামাল পলাতক। আদালত সূত্রে জানা যায়, হাজেরা বেগম গত ৫ অক্টোবর তার ছেলে কামাল হোসেন ও ছেলের স্ত্রী বীথি আক্তারকে আসামি করে বরগুনা থানায় মামলা দায়ের করেন। মামলায় হাজেরা অভিযোগ করেন, তার ছেলে কামাল তাকে ও তার স্বামীকে ভরণপোষণ দেন না। কামাল ও তার স্ত্রী তাকে (হাজেরা) মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন। পরে বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) হান্নান মিয়া তদন্ত শেষে কামাল ও তার স্ত্রী বীথির বিরুদ্ধে পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩ এর ৫(১)/৫(২)(ক) ধারায় চার্জশিট জমা দেন। অবশেষে ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন। তবে বীথিকে বেকসুর খালাস দেন আদালত।