ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়ুবুর রহমান আর নেই

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২২, ০০:০০

ম আইন ও বিচার ডেস্ক
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আয়ুবুর রহমান মারা গেছেন (ইন্না-লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় স্ট্রোকজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃতু্যকালে মরহুমের বয়স হয়েছিল ৬৩ বৎসর। মৃতু্যকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। অ্যাডভোকেট আয়ুবুর রহমান ১৯৫৮ সালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা আইনজীবী সমিতির আজীবন সদস্য সাবেক এই আইনজীবী নেতা ১৯৮৮ সালের ৫ অক্টোবর অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন। সমিতির সদস্য হন একই বছরের ১৫ ডিসেম্বর। তিনি ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ বর্ষের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সফলভাবে দায়িত্ব পালন করেন। রোববার (২ জানুয়ারি) সকালে ১১টায় ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের প্রতি সম্মান দেখিয়ে রোববার ঢাকার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকার্য অনুষ্ঠিত হয়নি।