শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ১৪ পদে ৩৪ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা

ম আইন ও বিচার ডেস্ক
  ০৮ মার্চ ২০২২, ০০:০০

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে সম্পাদকীয় পদে ২০ জন এবং সদস্য পদে ১৪ জনসহ মোট ৩৪ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সমিতির নির্বাচন পরিচালনা বিষয়ক উপকমিটির আহ্বায়ক এওআই মশিউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সভাপতি পদে বৈধ প্রার্থীরা হলেন- মো. মমতাজ উদ্দিন ফকির, ডক্টর মো. ইউনুস আলী আকন্দ, তানিয়া আমির, মো. বদরুদ্দোজা বাদল। সম্পাদক পদে বৈধ প্রার্থীরা হলেন- আব্দুন নূর দুলাল, মো. রুহুল কুদ্দুস কাজল, নাহিদ সুলতানা যূথী।

সম্পাদকীয় অন্যান্য পদে প্রার্থিতার বৈধতা পেলেন যারা- সহ-সভাপতি পদে মনির হোসেন, মহিউদ্দিন ফারুকী, মো. আসরারুল হক, মোহাম্মদ হোসেন। ট্রেজারার পদে ডক্টর ইকবাল করিম, মোহাম্মদ কামাল হোসেন। সহ-সম্পাদক পদে- এ বি এম হামিদুল মিসবাহ, ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, মাহফুজ বিন ইউসুফ, মোহাম্মদ আবদুল করিম, মোহাম্মদ হারুন-অর-রশিদ, মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন- ফাতেমা বেগম, ফাতিমান আক্তার, হাসান তারেক, কামরুল হক, মাহদিন চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম বাঁধন, মো. গোলাম আক্তার জাকির, মো. মনিরুজ্জামান রানা, মো. মজুরুল আলম সুজন, মো. মোস্তফা কামাল বাচ্চু, মুনমুন নাহার, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসেন রাজিব ও সুব্রত কুমার কুন্ডু।

উলেস্নখ্য, আগামী ১৫ ও ১৬ মার্চ দুই দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত একঘণ্টার বিরতি থাকবে। প্রতিবারের মতো এবারো ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সম্পাদকীয় পদ ৭টি এবং সদস্য পদ ৭টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে