তিউনিসিয়ায় সম্পত্তিতে নারীপুরুষের সমান অধিকার

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে তিউনিসিয়ায় সম্পত্তিতে নারীপুরুষের সমান অধিকার বিল পাস হয়েছে। এর মাধ্যমে নারী-পুরুষেরা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির সমান ভাগ পাবেন। গত শুক্রবার (২৩ নভেম্বর) দেশটির মন্ত্রিসভা পরিষদ নতুন এই বিল পাস করে। বিলটি পাস করার আগে দেশটির মন্ত্রিসভায় ব্যাপকভাবে আলোচনা করা হয়। দেশটির প্রেসিডেন্ট বেজি ক্যাড এসেবসি ২০১৭ সালের আন্তজাির্তক নারী দিবসে প্রথমবারের মতো এই বিল তৈরি করার জন্য পরামশর্ দেন। তিউনিসিয়ার অনেক মুসলিম এই বিলের বিরোধিতা করে আসছিলেন। তাদের অভিযোগ নতুন এই আইন ইসলামবিরোধী। তবে প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়, কেউ চাইলে সম্পত্তির ভাগ ইসলাম মোতাবেক করতে পারবেন। এ ছাড়া ২০১৭ সালে প্রেসিডেন্ট এসেবসি দেশটির নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করার জন্য স্বতন্ত্র স্বাধীনতা ও সমান অধিকার কমিটি গঠন করেন। তিনি আরও বলেন, তিউনিসিয়া সংবিধান দেশটির নাগরিকদের মতামতের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এ ছাড়া নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় সম্পত্তিতে নারীপুরুষের সমান অধিকার বিল পাস হয়েছে বলে জানানো হয়। তবে ২০১৭ সালে তিউনিসিয়ায় এক জরিপে উঠে আসে ভিন্ন চিত্র। জরিপে দেশটির ৬৩ শতাংশ নাগরিক এই বিল নিয়ে বিপক্ষে রায় দেয় যার মধ্যে ৫২ শতাংশই ছিলেন নারী।