নালিশি জমিতে মীমাংসার সভা

রাঙ্গামাটি লিগ্যাল এইড অফিসারের অভিনব উদ্যোগ

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২২, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
ভূমি বিরোধ মীমাংসায় ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে রাঙ্গামাটির লিগ্যাল এইড অফিস। নালিশি জমি সরেজমিন পরিদর্শনের পর মীমাংসা সভার মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে বিরোধ। অভিনব এ পদ্ধতিতে দ্রম্নত প্রতিকার হচ্ছে বলে রাঙ্গামাটির বিচারপ্রার্থীও আশাতীত সাড়া দিচ্ছেন। পার্বত্য জেলা রাঙ্গামাটি সদর, লংগদু, কাপ্তাই এবং রাজস্থলীর পর বৃহস্পতিবার (২১ এপ্রিল) কাউখালী উপজেলায় গিয়ে দুটি নালিশি জমিতে মীমাংসা সভা ও উপজেলা কমিটি গঠন এবং স্থানীয় মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় করেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায় ভূমি বিরোধ মীমাংসার জন্য জেলা লিগ্যাল এইড অফিসার কর্তৃক দ্রম্নততম সময়ে উপজেলা ইউনিয়ন কমিটি গঠনপূর্বক একই দিনে ওই এলাকার নালিশি জমি সরেজমিন পরিদর্শন করে বিরোধ মীমাংসা করার সৃষ্টিশীল কৌশলে রাঙ্গামাটির বিচার প্রার্থীদের মধ্যে আশাতীত সাড়া পাওয়া যাচ্ছে। রাঙ্গামাটির সদরসহ ৬৫ কিলোমিটার দূরের লংগদু, কাপ্তাই ও রাজস্থলী উপজেলার নালিশি জমিতে গিয়ে গত তিন মাসে ২০-৩০টি মীমাংসা সভা হয়েছে যাতে বেশির ভাগ পক্ষগণের বিরোধ মিটে গেছে- যা প্রচলিত আদালতে নিষ্পত্তি হতে সাধারণত ১০-১৫ বছর সময় লাগার সম্ভাবনা ছিল। রাঙ্গামাটির লিগ্যাল এইড অফিস সূত্রে জানা গেছে, গত তিন মাসে সফল হওয়া এডিআরগুলোর বেশির ভাগই হলো সিভিল মামলা, (সফল হওয়া ৫৭টি প্রি কেসের মধ্যে ২০টি সিভিল বিরোধ) যা অন্য জেলার তুলনায় ব্যতিক্রমী ঘটনা বটে। নালিশি জমিতে মীমাংসা সভা করে বিরোধ মীমাংসার এই অভিনব সৃষ্টিশীল কৌশলে আগ্রহী হয়ে রাঙ্গামাটির আদালতে বিচারাধীন অনেক মামলায় ও পক্ষরাও এখন নিজেরা স্বপ্রণোদিত হয়ে বিচারাধীন মামলাটি আপস মীমাংসার জন্য আদালতের কাছে আবেদন করছেন বলে জানিয়েছেন জেলার আইনজীবীরা।