বিশ্ববিদ্যালয়ের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বান্ধবী প্রস্তাব ফেরানোয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই তাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন ২১ বছরের মহম্মদ আদেল। বিচারে তার ফাঁসির আদেশ দেন আদালত। গত ২৮ জুন তাকে
মৃতু্যদন্ড দেন আদালত।
এবার আদেলকে ফাঁসি দেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে দেশের যুব সমাজকে বার্তা দিতে
চায় মিশর।
সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, মিশরের মানসৌরা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে পড়াশোনা করতেন আদেল ও নায়েরা আশরাফ। আদেল নায়েরাকে বিয়ের প্রস্তাব দেন। নায়েরা প্রস্তাব ফেরাতেই তাকে খুন করেন আদেল। আদালত গত ২৮ জুন তাকে মৃতু্যদন্ড দেন। এ বার মানসৌরা আদালত দেশের পার্লামেন্টে আবেদন জানিয়েছে, যাতে আদেলের মৃতু্যদন্ড টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। লক্ষ্য, দেশের তরুণ প্রজন্মকে আগামী দিনে এই কাজ থেকে বিরত রাখা।
মৃতু্যদন্ডের আদেশকে চ্যালেঞ্জ করার কথা ভাবছেন আদেলের আইনজীবী। তিনি জানিয়েছেন, হাতে এখনো ৬০ দিন সময় আছে। তার মধ্যে
উচ্চ আদালতে যাব।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd