স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রীর জেল-জরিমানা

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
সচরাচর শোনা যায় বরপক্ষ কনেপক্ষের কাছে যৌতুক দাবি করেন। আর যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধরকে কেন্দ্র করে সংসার ভাঙ্গার ঘটনাও কম নয়। এছাড়াও আইনি প্রতিকার চেয়ে যৌতুক নিরোধ আইনে স্বামীর বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়ার উদাহরণও সমাজে অহরহ। ওই মামলায় সাজা মাথায় নিয়ে জেলখাটতে হয়েছে এবং হচ্ছে অনেক পুরুষের। তবে চট্টগ্রামে ঘটেছে ঠিক উলটো ঘটনা। স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রীকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। আদালত সূত্রে জানা গেছে, তিন লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগ এনে আলী রুবেল নামের এক ব্যক্তি তার স্ত্রী তৌহিদুন নাহারের বিরুদ্ধে ২০২০ সালে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। এ মামলায় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চলতি বছরের ৩০ জুলাই চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল অ্যাডজস্ট্রেট আদালতের বিচারক আবদুলস্নাহ খান রায় ঘোষণা করেন। রায়ে বিচারক ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা অনুযায়ী তৌহিদুন নাহারকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়, অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।