সহকারী জজ নিয়োগের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৫০

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
পঞ্চদশ সহকারী জজ নিয়োগের প্রিলিমনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৭৫০ জন উত্তীর্ণ হয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ৪ আগস্ট বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে এ ফল প্রকাশ করা হয়। ফলাফল সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫শ বিজেএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হয়েছেন। এছাড়া প্রাথমিক পরীক্ষার ফলাফলে কোনোরূপ ত্রম্নটি পরিলক্ষিত হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। এর আগে, গত ৩০ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার তিনটি কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সাড়ে ৮ হাজার প্রার্থী। ওই একই দিন লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে কমিশন। প্রকাশিত তথ্য মতে, লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৭ আগস্ট এবং চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।