জেনে নিন সংসদ নিবার্চনের ৬৪ প্রতীক

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
নৌকা, ধানের শীষ, লাঙ্গল ইত্যাদি প্রতীক বাংলাদেশের জনগণের কাছে বহুল পরিচিত। কিন্তু আপনি কি জানেন এসব প্রতীক ছাড়াও জাতীয় সংসদ নিবার্চনের জন্য আরও অনেক পরিচিত-অপরিচিত প্রতীক রয়েছে? এরমধ্যে কিছু প্রতীক হয়তো আপনার কাছে একেবারেই অপরিচিত লাগবে। হুক্কা, ছড়ি, তরমুজ, স্যুটকেস বা মাথালের মতন প্রতীক রয়েছে এই তালিকায়। নিবার্চন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সবের্শষ সংশোধনী অনুসারে জাতীয় সংসদ নিবার্চনের জন্য মোট প্রতীক হলো ৬৪টি। নিবার্চন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯-এর উপ-বিধি (১) অনুসারে কোনো প্রতিদ্ব›দ্বী প্রাথীের্ক ৬৪টি প্রতীক থেকে যে কোনো একটি প্রতীক বরাদ্দ দেয়া যাবে। আর সেই ৬৪টি প্রতীক হলো: আপেল, কলার ছড়ি, কুড়াল, আম, কঁাঠাল, কুঁড়েঘর, উদীয়মান সূযর্, কাস্তে, কোদাল, একতারা, কুমির, খাট, কবুতর, কুলা, খেজুরগাছ, গরুর গাড়ি, দালান, মাথাল, গাভি, দেওয়াল ঘড়ি, মিনার, গামছা, ধানের শীষ, মোমবাতি, গোলাপ ফুল, নোঙ্গর, রকেট, ঘণ্টা, নৌকা, রিকশা, চাকা, ফুলকপি, লাঙ্গল, চাবি, ফুলের মালা, শঙ্খ, চেয়ার, বাঘ, সিংহ, ছড়ি, বটগাছ, স্যুটকেস, ছাতা, বাইসাইকেল, হাত (পাঞ্জা), ট্রাক, বঁাশি, হাতঘড়ি, টেলিভিশন, বেঞ্চ, হাতপাখা, ডাব, বেলুন, হাতুড়ি, তবলা, মই, হারিকেন, তারা, মটরগাড়ি (কার), হুক্কা, তরমুজ, মশাল, দাবাবোডর্ এবং মাছ।