খুনের সাজা যাবজ্জীবন কারাদন্ডের কম হতে পারে না: ভারতীয় সুপ্রিম কোর্ট

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ম আইন ও বিচার ডেস্ক
খুনের অপরাধে দোষীদের সাজা যাবজ্জীবন কারাদন্ডের কম হতে পারে না, জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। মধ্যপ্রদেশে একটি খুনের মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডেরই সাজা দিয়েছিলেন নিম্ন আদালত। ওই রায়ের বিরুদ্ধে মধ্যপ্রদেশের হাইকোর্টের দ্বারস্থ হন দোষী। ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারার উলেস্নখ করে এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। সম্প্রতি সেই মামলায় মধ্যপ্রদেশের উচ্চ আদালত দোষীর যাবজ্জীবন কারাদন্ডের সাজা কমানোর সিদ্ধান্ত নেন। হাইকোর্ট যত দিনে ওই শুনানি প্রক্রিয়া শেষ করে মামলার রায় দেন, বন্দিদশায় তত দিনে সাত বছর ১০ মাস কাটিয়ে দিয়েছেন দোষী। তা নজরে রেখেই যাবজ্জীবন কারাদন্ডের সাজা থেকে ওই সাত বছর ১০ মাস কমানোর সিদ্ধান্ত নেন উচ্চ আদালত। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মধ্যপ্রদেশ সরকার। সেই মামলায় শুক্রবার নিম্ন আদালতের রায় বহাল রেখে শীর্ষ আদালতের এম আর শাহ এবং কৃষ্ণ মুরারির বেঞ্চ জানান, ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী, খুনে ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তার সাজা মৃতু্যদন্ড কিংবা যাবজ্জীবন কারাবাস হওয়া উচিত। আদালতের পর্যবেক্ষণ, 'ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় কেউ দোষী সাব্যস্ত হলে ভারে-বহরে সব চেয়ে কম সাজা হতে পারে যাবজ্জীবন কারাদন্ড এবং জরিমানা। তার কম হলে তা ৩০২ ধারার পরিপন্থি হয়।'