বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আদালত চত্বরে স্যানিটারি ন্যাপকিন না পেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি শিক্ষানবিশ আইনজীবীর

ম আইন ও বিচার ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

প্রয়োজনের সময়ে আদালত চত্বরে শত খুঁজেও পাননি স্যানিটারি ন্যাপকিন। এমনকি, সেখানকার ওষুধের দোকানেও তা পাওয়া যায়নি। আদালত চত্বরে যাতে ভেন্ডিং মেশিন অথবা অন্য কোনো উপায়ে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য হয়, সে নির্দেশিকা দিতে এ বার দিলিস্ন হাইকোর্টের দ্বারস্থ হলেন এক শিক্ষানবিশ আইনজীবী। এ নিয়ে ওই হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মাকে চিঠি লিখেছেন তিনি। নিজের চিঠিতে ওই শিক্ষানবিশ আইনজীবী জানিয়েছেন, ১ আগস্ট থেকে তিনি হাইকোর্টের এক আইনজীবীর তত্ত্বাবধানে কাজ শুরু করেছেন। তবে কাজের সময় স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হলে অত্যন্ত অস্বস্তিকর অভিজ্ঞতা হয়েছে তার। আদালত চত্বরের ওষুধের দোকানেও তা মজুত ছিল না। স্যানিটারি ন্যাপকিন পেতে তাকে এক মহিলা টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন ওই দোকানের কর্মীরা। ওই ইন্টার্ন তার চিঠিতে লিখেছেন, 'স্যানিটারি ন্যাপকিনের জন্য আমি তার (মহিলা টেকনিশিয়ানের) কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি বলেছিলেন যে, অ্যাডমিনিস্ট্রেটিভ বস্নকে তা পাওয়া যাবে। সেখানেও ছুটে যাই। সেখানে এক মহিলা সাফাইকর্মীর সঙ্গে দেখা হয়েছিল। তবে তিনি জানিয়ে দেন যে, স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাবে না।' হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ওই ইন্টার্নের আর্জি, 'স্যরি, দিলিস্ন হাইকোর্ট চত্বরে ভেন্ডিং মেশিন বা অন্য কোনোভাবে যাতে স্যানিটারি ন্যাপকিন পাওয়ার বন্দোবস্ত করানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিতে আপনাকে অনুরোধ করছি।'

প্রসঙ্গত, ২০১৮ সালে দিলিস্ন হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি গীতা মিত্তল আদালত চত্বরে ভেন্ডিং মেশিন বসানোর জন্য পদক্ষেপ নিয়েছিলেন। যদিও সে উদ্যোগ ফলপ্রসূ হয়নি, তা এ ঘটনায় প্রমাণিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে