বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এলএলবি ডিগ্রির জাল সার্টিফিকেট, নারী আইনজীবীর সনদ বাতিল

ম আইন ও বিচার ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

আইন বিষয়ক (এলএলবি) ডিগ্রির জাল সার্টিফিকেট দাখিল করায় ঢাকা আইনজীবী সমিতির এক নারী সদস্যের সনদ বাতিল করেছেন বাংলাদেশ বার কাউন্সিল। সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থার ভারপ্রাপ্ত সচিব মো. আফজার উর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সনদ বাতিল হওয়া আইনজীবীর নাম লুতফুর নাহার। তিনি রাজধানী ঢাকার বনানীর বাসিন্দা। বার কাউন্সিল সূত্রে জানা গেছে, লুতফুর নাহার ২০১২ সালের ২ এপ্রিল বার কাউন্সিল সনদ লাভ করেন। তবে সনদ পাওয়ার ক্ষেত্রে তিনি জাল এলএলবি সার্টিফিকেট দাখিল করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় বার কাউন্সিল সভায় তার সনদ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে বিধি মোতাবেক তার সনদ বাতিল করে বার কাউন্সিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে