সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের জানাজা সম্পন্ন

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৩, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জানাজা রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নেতারাসহ বিপুলসংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন। এর আগে খন্দকার মাহবুব হোসেনের প্রথম জানাজা সকাল সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা ছাপড়া মসজিদে, দ্বিতীয় জানাজা মিরপুর খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালে সকাল ৯টায়, তৃতীয় জানাজা বেলা ১১টায় বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মারা যান (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের ফুসফুসে হঠাৎ পানি আসায় গত ২৬ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এদিকে ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেনের মৃতু্যতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।