জেনে নিন

শীতকালীন সমস্যায় কিছু আইনি সিদ্ধান্ত

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
তুষারপাতের কারণে অফিসে যেতে দেরি হয়ে গেছে? বা বড়দিনের প্যাকেট সময়মতো আসেনি কিংবা গাড়িতে ভুল টায়ার লাগানো থাকায় সড়ক দুঘর্টনা?  শীতকালে এমন সব সমস্যায় জামার্ন আদালত দিয়েছে অনেক ভিন্ন রকমের সিদ্ধান্ত। কিছু সিদ্ধান্তের কথা আইন ও বিচারের পাঠকদের জন্য তুলে ধরা হলো। টায়ার না বদলানোর ফল! জামাির্নতে গাড়ি চালকরা ভালো করেই জানেন যে, গ্রীষ্মকাল এবং শীতকালে, অথার্ৎ বছরে দুইবার দুঘর্টনা এড়াতে গাড়ির টায়ার বদল করতে হয়। তবে শীতকালে গাড়িতে গ্রীষ্মের টায়ার লাগানো অবস্থায় কোনো সড়ক দুঘর্টনা ঘটলে গাড়ির বিমা কোম্পানি কিন্তু তার ক্ষতিপূরণের পুরো টাকা দিতে বাধ্য নয়। কারণ, সে ক্ষেত্রে দুঘর্টনার জন্য গাড়ির মালিককেও আংশিক দায়ী মনে করা হয়। এই সিদ্ধান্ত জামাির্নর ফ্রাঙ্কফুটর্ আপিল আদালতের। তুষারপাতেও কাজ থেকে মাফ নেই! তুষারপাতের জন্য রাস্তাঘাটের অবস্থা থাকে খুবই খারাপ। ফলে কমের্ক্ষত্রে যেতে দেরি হওয়াটাই স্বাভাবিক। আর তাই এমন দিনে পুরো কাজ সময়মতো শেষ করা মুশকিল। এ ক্ষেত্রে দেরিতে যাওয়ার সময়টুকুর কাজ কিন্তু পরে করে দিতে হবে। আর এই দাবিটি করার আইনি অধিকার কিন্তু আপনার ‘বস’-এর রয়েছে। এই সিদ্ধান্ত জামাির্নর ফেডারেল শ্রম আদালতের। কমের্ক্ষত্রের তাপমাত্রা হবে আরামদায়ক কমের্ক্ষত্রে ঠাÐায় কঁাপছেন? এ ব্যাপারে কমীের্দর অভিযোগ করার অধিকার রয়েছে। কারণ, শীতকালে কমের্ক্ষত্রের তাপমাত্রা থাকতে হবে অন্তত ১২ থেকে ২০ ডিগ্রির মধ্যে। অবশ্য কে, কোথায়, কী কাজ করে থাকেন তার ওপর বিষয়টি নিভর্র করে। ক্ষতিপূরণ বড়দিনের প্যাকেট সময়মতো আসেনি বা হারিয়ে গেছে? প্যাকেটের ওপর প্রেরক যদি ভেতরের জিনিসের মূল্য না লিখে থাকেন, তাহলে তাকেও কিন্তু ক্ষতিপূরণের একটি অংশ বহন করতে হবে। এই সিদ্ধান্ত ফেডারেল কোটের্র। বরফ পরিষ্কার না করলে কিন্তু বিপদ তুষারপাত হলে বাড়ির সামনের রাস্তার তুষার আপনাকে ভোর ৭টা থেকে রাত ৮টা পযর্ন্ত পরিষ্কার করে রাখতে হবে। যদি তুষারপাতের খবর আবহাওয়ার পূবার্ভাসে জানানো হয়, তাহলে রাতেই বিশেষ লবণ বা কাঠের গুঁড়ো ছিটিয়ে রাখতে হবে বাড়ির সামনের রাস্তায় কারণ কোনো পথচারী বরফে পা পিছলে পড়ে গেলে আপনাকে দায়ী করা হতে পারে! তবে এই নিয়ম শুধু বাড়ির মালিকদের জন্য, ভাড়াটেদের জন্য প্রযোজ্য নয়। এই সিদ্ধান্ত জামাির্নর আপিল আদালতের।