ত্রিপুরায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রৌঢ়কে ২৫ বছরের কারাদন্ড

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
নাবালিকাকে ধর্ষণের অপরাধে অভিযুক্তকে ২৫ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল আদালত। ত্রিপুরার খোয়াই এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, ৩ বছর আগে ১৬ বছরের এক নাবালিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ৫০ বছরের প্রৌঢ় শ্যামল দাস। ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়ের করা হয় এফআইআর। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এফআইআর দায়েরের ৪২ দিন পর সন্তানের জন্ম দেয় ওই নাবালিকা। তদন্ত চালানোর পর চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘদিন এ ঘটনার বিচারপ্রক্রিয়া চলছিল। বুধবার এই মামলায় সাজা ঘোষণা করেন আদালত। অভিযুক্ত শ্যামল দাসকে ২৫ বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন খোয়াইয়ের বিশেষ আদালত। সেই সঙ্গে ৫২ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকা না মেটাতে পারলে অতিরিক্ত ৬ মাসের কারাবাস ভোগ করতে হবে অভিযুক্তকে।