ফিলিপাইন্সের 'মাদকবিরোধী যুদ্ধ' নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের পুনঃতদন্ত

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
সাবেক প্রেসিডেন্ট রদরিগো দুতার্তের শাসনামলে মাদকবিরোধী অভিযানে অসংখ্য মানুষ নিহত হয়। এ নিয়ে ম্যানিলার নিজস্ব তদন্তে সন্তুষ্ট নয় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সম্প্রতি দুতার্তের অধীনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরায় তদন্ত শুরুর অনুমোদন দিয়েছে আইসিসি। একদিকে দুতার্তের উত্তরসূরি প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস ফিলিপাইন্সে মাদক যুদ্ধ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। আইসিসির উদ্যোগে যুক্ত না হওয়ার ঘোষণাও দেন তিনি। আইসিসির প্রসিকিউটর করিম খান ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের মার্চের মধ্যে মানবতাবিরোধী অপরাধের তদন্ত পুনরায় শুরু করার জন্য গত বছর বিচারকদের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু ২০২১ সালে ম্যানিলা জানায়, আইসিসির এ বিষয়ে তদন্ত করার এখতিয়ার নেই, সুতরাং তারা নিজেরাই তদন্ত করবে। ফলে, আইসিসির উদ্যোগ স্থগিত করা হয়। আইসিসি প্রাথমিক তদন্ত শুরু পর ২০১৯ সালে হেগভিত্তিক ট্রাইবু্যনাল থেকে ফিলিপাইন্সকে প্রত্যাহার করে নিয়েছিলেন দুতার্তে। ফিলিপাইন্স সরকারের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ছয় হাজারেরও বেশি সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়। তবে, মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিহতের সংখ্যা অনেক বেশি।