শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন অধস্তন আদালতের ৫০ বিচারক

আইন ও বিচার ডেস্ক
  ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০

প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন ৫০ বিচারক। দেশটির ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্মারক থেকে এ তথ্য জানা গেছে। স্মারকের তথ্যানুযায়ী আগামী ৬-১৬ ফেব্রম্নয়ারি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বিচার বিভাগীয় এসব সদস্যকে প্রশিক্ষণ গ্রহণের অনুমোদন দিয়েছে সরকার। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে