সুপ্রিম কোর্ট বার নির্বাচনে লড়বেন মমতাজ-দুলালের নেতৃত্বে সাদা প্যানেল এবং খোকন-কাজলের নেতৃত্বে নীল প্যানেল

প্রকাশ | ০৭ মার্চ ২০২৩, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সাদা প্যানেলে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সমিতির বর্তমান সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরকে সভাপতি পদে এবং সমিতির বর্তমান সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুন নূর দুলালকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে। সাদা প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আলী আজম ও অ্যাডভোকেট জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ পদে মাসুদ আলম চৌধুরী, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট নূর এ আলম উজ্জ্বল এবং ব্যারিস্টার মোহাম্মদ হারুন-উর রশীদ। এছাড়া অ্যাডভোকেট মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্র, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামান রানা সদস্য পদে মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে নীল প্যানেল থেকে সভাপতি পদে সমিতির ৭ বারের সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন এবং সম্পাদক পদে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেয়া হয়েছে। সম্পাদকীয় অন্যান্য পদে নীল প্যানেলের মনোনীত প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু ও অ্যাডভোকেট সরকার তাহমিনা সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট রেজাউল করিম, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও অ্যাডভোকেট মো. আবদুল করিম। এছাড়া সদস্য পদে অ্যাডভোকেট ফাতিমা আক্তার, অ্যাডভোকেট ফজলে এলাহী অভি, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট রাসেল আহমদ, অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদসহ সর্বমোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।