ফ্রান্সে গুগলকে ৫০ মিলিয়ন ইউরো জরিমানা

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ব্যবহারকারীর অনুমতি ছাড়া তাদের তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন দেয়ার অভিযোগে বিশাল অঙ্কের জরিমানা হলো ‘গুগল’-এর। ‘গুগল’-এ কি ব্যক্তিগত তথ্য আদৌ নিরাপদ? আপনি কি জানেন ঠিক কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করছে ‘গুগল’ ও অন্যান্য আন্তজাির্তক তথ্যপ্রযুক্তি সংস্থা? তাদের হাতে কি আসলেই নিরাপদ আপনাদের পছন্দের ছবি, ভিডিও, সিনেমা, গান, খাবার ও অন্যান্য ব্যক্তিগত তথ্য? এই প্রশ্নগুলোকে সামনে রেখেই বতর্মানে ইউরোপে শুরু হয়েছে তথ্যসুরক্ষা বিষয়ে আলোচনা। শুধু তাই নয়, ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই তাদের তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগে গুগল ও এ ধরনের অন্যান্য সংস্থার বিরুদ্ধে ইউরোপের দেশগুলোতে সমালোচনা হচ্ছে। সম্প্রতি ফ্রান্সের একটি আদেশে গুগলকে জরিমানা দেবার কথা বলা হয়। গুগলের কী অপরাধ? ২০১৭ সালে গুগলের মোট আয় ১১০ বিলিয়ন মাকির্ন ডলারের কাছাকাছি। এর একটি বিশাল অংশ আসে বিজ্ঞাপন থেকে। গুগল বা ফেসবুকের মতো সংস্থাগুলো সাধারণত ব্যবহারকারীর তথ্যের ভিত্তিতে ‘পাসোর্নালাইজ’ করে বিজ্ঞাপন দেখায়। কিন্তু তথ্যের সুরক্ষাবিষয়ক আলোচনাগুলো বিজ্ঞাপন দেখানোর এই প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলছে। জানা যাচ্ছে, ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই তাদের তথ্য ব্যবহার করে এই বিজ্ঞাপনগুলো দিয়েছে গুগল। এমন অস্বচ্ছতার অভিযোগে ফ্রান্সের তথ্যনিয়ন্ত্রণ সংস্থা ‘সিএনআইএল মাকির্ন সংস্থা গুগলকে ৫০ মিলিয়ন ইউরো মূল্যের জরিমানার ঘোষণা করেছে। কিন্তু প্রশ্ন উঠছে আদৌ কি এই অভিযোগ নতুন? অতীত কী বলে? ২০১৮ সালের মে মাসে ইউরোপিয়ান ইউনিয়নে আসে নতুন তথ্যসুরক্ষা আইন ‘জিডিপিআর’। এই আইন প্রণয়নের মূল উদ্দেশ্য ছিল ব্যবহারকারীদের কাছে তাদের তথ্যের মালিকানা ও অধিকার স্বচ্ছভাবে তুলে ধরা। নতুন এই আইন বলে, কোনো সংস্থা এই দায়িত্ব পালন না করতে পারলে তাকে দিতে হতে পারে মোট আয়ের চার শতাংশ পযর্ন্ত ক্ষতিপূরণ। গত মাসে এই দায় সঠিকভাবে পালন না করতে পারায় ফেসবুককে দশ মিলিয়ন ইউরো জরিমানা দিতে হয় ইটালিতে। প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই ইউরোপে একাধিক অ্যাক্টিভিস্ট সংস্থা ইন্টারনেটে তথ্যসুরক্ষা ও ক্রেতাদের উন্নত অধিকার বিষয়ে লড়াই করছে। ফেসবুক, গুগলের মতো সংস্থাগুলোর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছে তারা। এমনই এক অভিযোগের তদন্তের ফল ফ্রান্সে সাম্প্রতিক এই ৫০ মিলিয়ন ইউরোর জরিমানা। ডয়েচে ভেলে অবলম্বনে