মেক্সিকোতে ২০১৮ সালে ৩৩ হাজারেরও বেশি মানুষ খুন

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
গত দুই দশক ধরে মেক্সিকোতে দেশজুড়ে হত্যার ঘটনা বাড়ছে। কিন্তু গত বছর তা সব রেকডর্ ছাড়িয়ে গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৮ সালে ৩৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। মাদকজনিত অপরাধ এবং ‘গ্যাং’ সহিংসতায় মেক্সিকোজুড়ে ২০১৮ সালে ৩৩ হাজার ৩৪১ হত্যার ঘটনা তদন্ত করছেন গোয়েন্দারা। নিহতদের মধ্যে ৮৬১ জন নারীও রয়েছেন। মেক্সিকোতে ১৯৯৭ সাল থেকে এ ধরনের ঘটনায় নিহতের সংখ্যা রেকডর্ করা হচ্ছে, গত বছর তা পূবের্র সব রেকডর্ ছাড়িয়ে গেছে। ২০১৭ সালের তুলনায় গত বছর হত্যার ঘটনা বেড়েছে ১৫ দশমিক ৫ শতাংশ। ২০১৭ সালে ২৮ হাজার ৮৬৬ মানুষকে হত্যা করা হয়েছিল। মেক্সিকোর মোট জনসংখ্যা ১৩ কোটি। মেক্সিকোতে মাদক দৌরাত্ম্য বহুদিন ধরে চলে আসছে এবং কতৃর্পক্ষ এসব অপরাধ নিয়ন্ত্রণে বারবার ব্যথর্ হয়েছে। ল্যাটিন অ্যামেরিকার এই দেশটির নিরাপত্তাবাহিনী সাধারণত যারা যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান করে, এমন চক্রগুলোকে নজরে রাখার চেষ্টা করে।