নদী দখলের অভিযোগ থাকলে নিবার্চনে অযোগ্য

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
কোনো ব্যক্তির বিরুদ্ধে নদ-নদী দখলের অভিযোগ থাকলে তাকে সব ধরনের নিবার্চনে অযোগ্য করার ব্যবস্থা নিতে নিদের্শ দিয়েছে হাইকোটর্ বিভাগ। একই সঙ্গে এমন অভিযুক্ত ব্যক্তিকে কোনো ব্যাংক থেকে ঋণ না দেয়ার ব্যবস্থা নেয়ারও নিদের্শ দেয়া হয়েছে। একটি রিট মামলায় হাইকোটর্ বিভাগ ঢাকার উত্তরে তুরাগ নদকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণার পাশাপাশি রায়ে এসব নিদের্শনা দিয়েছে। দূষণ এবং অবৈধ দখলের হাত থেকে নদ-নদী, খাল-বিল বা জলাশয় রক্ষায় বিভিন্ন সময় নানান পদক্ষেপের কথা এসেছে। কিন্তু বাস্তবায়ন কতটা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। এবার আদালত সারাদেশে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে তা জনসমক্ষে প্রকাশের নিদের্শ দিয়েছে। দেশের সব নদ-নদী, খাল-বিল এবং জলাশয়ের ডিজিটাল ডাটাবেজ তৈরির নিদের্শও এসেছে। অবৈধ দখলদারদের নিবার্চন করার এবং ব্যাংকের ঋণ পাওয়ার অযোগ্য ঘোষণার বিষয়কে মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আদালত তুরাগ নদকে জীবন্ত সত্তা ঘোষণার পাশাপাশি জাতীয় নদী রক্ষা কমিশনকে নদ-নদী, খাল-বিল এবং জলাশয়ের আইনগত অভিভাবক হিসেবে ঘোষণা করেছে। সেজন্য আইন সংশোধনের কথাও বলা হয়েছে।