বিশ্বজুড়ে প্রশ্নবিদ্ধ মানবাধিকার কর্মীরা!

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীরা জনবিচ্ছিন্ন ও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছেন। সাংবাদিকদের সহিংসতার শিকার হওয়া নিয়ে স্টেট অফ সিভিল সোসাইটির করা প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। চার হাজার সদস্যের স্টেট অব সিভিল সোসাইটির প্রতিবেদনে দেখা যায়, কিরঘিস্তানের সরকারপন্থি সমালোচকদের বর্ণনায় ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধারকারী মানবাধিকারকর্মীরা 'পাচারকারী' হিসেবে উঠে আসছেন। অন্যদিকে মেক্সিকোতে প্রতি ১৬ ঘণ্টায় একজন করে সাংবাদিক হামলার শিকার হচ্ছে। জোহানেসবার্গভিত্তিক স্টেট অব সিভিল সোসাইটির এক সম্মেলনে এই প্রতিবেদন তুলে ধরা হয়। তবে প্রতিবেদনটির বক্তব্যে আপত্তি জানিয়েছেন এনজিও কর্মীরা। প্রতিবেদনটিতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের জন্য বৈশ্বিক সমাজকে পাঁচভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে উন্মুক্ত, দমন, বাধাগ্রস্ত, সংকীর্ণ এবং বন্ধ। জার্মানি ও ক্যানাডাসহ ৪৫টি দেশে উন্মুক্ত সমাজ রয়েছে বলে উলেস্নখ করা হয়েছে। এসব স্থানে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। আর ৫৩টি দেশে দমনভিত্তিক সমাজ পরিচালিত হয়, এর মধ্যে হাঙ্গেরি, বলিভিয়া ও ব্রাজিল উলেস্নখযোগ্য। এসব সমাজে জনগণ শান্তিপূর্ণভাবে সমবেত হতে পারে, কিন্তু সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা তাদের মতপ্রকাশ করতে পারেন না। নিপীড়নভিত্তিক সমাজ হিসেবে ৩৫টি দেশ চিহ্নিত হয়েছে। এর মধ্যে আফগানিস্তান, রাশিয়া উলেস্নখযোগ্য। আর সিরিয়া, কিউবা ও যুদ্ধবিধ্বস্ত আফ্রিকার দেশগুলোর সমাজকে 'বন্ধ'ঘোষণা করা হয়েছে।