ড্রাগ আদালতে ১৮ বছরে ৭৩৯ মামলা

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
১৯৯০ সালে প্রতিষ্ঠিত ঢাকার একমাত্র ড্রাগ আদালত ভেজাল ও নকল ওষুধ নিয়ন্ত্রণে এ সংক্রান্ত মামলার কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর গত ১৮ বছরে ওই আদালতে ১৯৮২ সালের ড্রাগ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে মাত্র ৭৩৯টি। তবে শুরুর দিকে মামলার সংখ্যা বেশি থাকলেও সম্প্রতি মামলার সংখ্যা কমে গেছে। আইন অনুযায়ী, কেবল ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃপক্ষ ড্রাগ আদালতে মামলা করতে পারবে এবং অন্য সংস্থা মামলা করতে গেলে প্রতিষ্ঠানটির অনুমতির প্রয়োজন হওয়ার বিধান থাকায় মামলার সংখ্যা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ড্রাগ আদালতের মামলার রেজিস্ট্রার সূত্রে জানা যায়, ১৮ বছরে এ আদালতে আসা ৭৩৯ মামলার মধ্যে ৫৩৬টি মামলার আসামিরা দন্ডিত হয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই আসামিদের অর্থদন্ড এবং অনাদায়ে কারাদন্ডের বিধান রয়েছে। কিন্তু আসামিরা অর্থদন্ড দিয়েই রেহাই পেয়েছেন। বাকি ৪৮ মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন না করেই অব্যাহতি দেয়া হয়েছে। সাক্ষী না আসায় ৮১ মামলার বিচারকাজ স্থগিত হয়েছে। এ ছাড়া রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় ৩৫ মামলার আসামিরা খালাস পেয়েছে। বর্তমানে ওই আদালতে ৩৪ মামলা চলমান রয়েছে।