সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বিচারকের চেয়ারে সেলফি তুলে হাজতে আইন ও বিচার ডেস্ক নেশার ঘোরে মানুষ কত কিছুই না করে। কেউ আবলতাবল বকেন, আর কেউবা করে বসেন ভয়ানক নানা কাÐ। তেমনই এক কাÐ করেছেন ভারতের মধ্যপ্রদেশের এক পুলিশ সদস্য। নেশার ঘোরে আদালতে গিয়ে বসে পড়েন জেলা বিচারকের চেয়ারে। সেইসঙ্গে পকেট থেকে মোবাইল বের করে তুলে ফেলেন একটি সেলফিও। এর জেরেই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, মধ্যপ্রদেশের উমেরিয়ায় পুলিশের ট্রেনিং করতে এসেছিলেন রামঅবতার রাওয়াত নামে এক কনস্টেবল। গত ২ জুলাই পেটে দুপাত্র তরল পড়তেই অতিসাহসী হয়ে গিয়েছিলেন তিনি। সে সময় আদালত চত্বরে ঘোরাঘুরি করতে করতেই করে ফেলেন এক কাÐ। উমেরিয়া জেলা আদালতে ঢুকে হুলস্থূল কাÐ বাধিয়ে দেন ওই কনস্টেবল। নেশার ঘোরে ফঁাকা পেয়ে সোজা গিয়ে বসে পড়েন জেলা বিচারকের চেয়ারে। পকেট থেকে মোবাইল বের করে একটি সেলফিও তুলে ফেলেন। আর গোটা ঘটনাটি দেখে ফেলেন আদালতের পিয়ন। পরে রামঅবতারকে পাকড়াও করে গোটা বিষয়টি আদালতের অধিকারিকদের জানান তিনি। তার পরেই বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে রামঅবতারকে গ্রেপ্তার করে পুলিশ। নিজে খুন হলেও সন্তানকে আগলে রাখলেন বাবা আইন ও বিচার ডেস্ক ব্রাজিলের একজন আইনজীবী নিজের মৃত্যু নিশ্চিত জেনেও ঠাÐা মাথায় তার শিশু সন্তানের নিরাপত্তা নিশ্চিত করেছেন। এই আইনজীবীকে তার খুনি খুব কাছ থেকে পরপর পঁাচটি গুলি করে এবং ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় ভয়ংকর এ ঘটনাটি ধরা পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান ১৩ জুলাই শুক্রবার এ খবরটি প্রকাশ করলেও হত্যাকাÐটি কবে সংঘটিত হয়েছে তা জানায়নি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আইনজীবী আন্দ্রে রিবেইরো গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে এক নারীর কাছ থেকে তার শিশু কন্যাকে কোলে তুলে নেন। এর কয়েক সেকেন্ড পর সেখানে ওঁৎ পেতে থাকা এক বন্দুকধারী তার দিকে গুলি তাক করে। তিনি ঠাÐা মাথায় তার কোলে থাকা শিশু কন্যাকে ওই নারীর কোলে দেন। এরপর তিনি আত্মসমপের্ণর ভঙ্গিতে হঁাটু গেঁড়ে রাস্তায় বসে পড়লে বন্দুকধারী তাকে খুব কাছ থেকে পরপর পঁাচটি গুলি করে পালিয়ে যায়।