হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ১৪৮ প্রার্থী

প্রকাশ | ০১ আগস্ট ২০২৩, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
উচ্চ আদালতে আইন পেশা পরিচালনায় বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার স্থগিত থাকা ফলাফল প্রকাশ করা হয়েছে। তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের পর উত্তীর্ণ হয়েছেন আরো ১৪৮ জন প্রার্থী। এনরোলমেন্ট কমিটির নির্দেশে ৩০ জুলাই বার কাউন্সিল সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ডক্টর ওয়াহিদুজ্জামান শিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে ১৮ জুলাই হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ঘোষিত ফল অনুযায়ী লিখিত পরীক্ষায় ১ হাজার ১১৪ জন প্রার্থী উত্তীর্ণ হন। আর তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের জন্য ১৯৬ জনের ফলাফল স্থগিত রাখা হয়। তৃতীয় পরীক্ষকের নিরীক্ষার পর ওই ফলও প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এখন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ৫ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।