আইএস যোদ্ধাদের বিরুদ্ধে বিচার শুরুর প্রস্তুতি

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
বিদেশে থাকা ইসলামিক স্টেটের জার্মান যোদ্ধাদের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জার্মানি। তবে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে ভিন্ন মত। জার্মানির যে সব নাগরিক তথাকথিত ইসলামী জঙ্গিগোষ্ঠী 'ইসলামিক স্টেটে' যোগ দিয়েছে, তাদের মধ্যে ১৮ যোদ্ধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জার্মান কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম সু্যডডয়চে সাইটুং, এনডিআর এবং ডাবিস্নউডিআর জানিয়েছে, সিরিয়া, ইরাক, তুরস্ক আর গ্রিসে এ পর্যন্ত ৬৩ জন জার্মান আইএস জঙ্গি ধরা পড়েছে। তবে শিশুসহ আটককৃতদের মোট সংখ্যা শতাধিক বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। বিদেশে বন্দি এই জার্মান আইএস যোদ্ধাদের বিরুদ্ধে জার্মানির ৩২টি আদালত বিচারপ্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে সব জার্মান আইএস যোদ্ধা বিদেশে রয়েছে, তাদের দেশে ফেরার সম্পূর্ণ অধিকার রয়েছে