কুকুরকে মুক্তভাবে চলতে না দিলে জেল-জরিমানা

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
কুকুরকে মুক্তভাবে চলাফেরার সুযোগ না দিয়ে একটানা সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত বেঁধে রাখলে তা আইনত দন্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এ জন্য ছয় মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রেখে 'প্রাণিকল্যাণ আইন, ২০১৮'-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সম্প্রতি মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, ১৯২০ সালের 'পশুর প্রতি নিষ্ঠুরতা নিরোধ আইন'টি এতদিন চলে আসছিল। সেই আইনের ভিত্তিতে নতুন আইনটি করা হয়েছে। নতুন আইনের ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইনের সাধারণ নির্দেশনা হচ্ছে- প্রাণীর প্রতি কল্যাণকর ও মানবিক আচরণ করা এবং নিষ্ঠুর আচরণ করা থেকে বিরত থাকাই হবে প্রত্যেক প্রাণীর মালিক বা তত্ত্বাবধানকারীর দায়িত্ব। 'খাদ্য হিসেবে ব্যবহারের জন্য প্রাণী জবাই এবং ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গকালে যে কোনো ধর্মাবলম্বী ব্যক্তি কর্তৃক নিজস্ব ধর্মীয় আচার অনুযায়ী কোনো কার্যক্রম গ্রহণ করা হলে তাকে নিষ্ঠুরতা হিসেবে গণ্য করা হবে না।' জাতীয় সংসদে এই আইনটি চূড়ান্ত হলে তা মোবাইল কোর্ট আইনের তফসিলে যুক্ত হবে।