প্রায় ছয় হাজার পোশাক শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে

প্রকাশ | ০৫ মার্চ ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
মজুরি নিয়ে আন্দোলনের জেরে প্রায় ছয় হাজার পোশাক শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। চাকরি হারিয়েছেন কয়েক হাজার শ্রমিক। ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রচারণা শুরু করেছে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা কয়েকটি আন্তর্জাতিক সংগঠন। শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক জোট 'ক্লিন ক্লথ ক্যাম্পেইন' গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রম্নয়ারি পর্যন্ত লন্ডন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, জেনেভা, বার্লিন, ব্রাসেলস, মাদ্রিদ ও দ্য হেগে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের সামনে কর্মসূচি পালন করে। সেখানে শ্রমিকদের বিরুদ্ধে মামলা ও ছাঁটাইয়ের ঘটনায় উদ্বেগ জানায় সংগঠনটি। এ ছাড়া অনলাইনে 'উইস্ট্যান্ড উইথ গার্মেন্ট ওয়ার্কার্স' হ্যাশট্যাগ ব্যবহার করেও প্রচারণা হয়েছে। এদিকে শ্রমিকদের আরেক আন্তর্জাতিক সংগঠন 'ইন্ডাস্ট্রি অল গোবাল ইউনিয়ন'-এর বাংলাদেশ শাখা 'ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল' আইবিসি সম্প্রতি সংবাদ সম্মেলন করে জানিয়েছে, ৯৯টি কারখানার ১১ হাজারের বেশি শ্রমিক ছাঁটাই ও বরখাস্ত হয়েছেন। অনেক নিরীহ শ্রমিকের পাশাপাশি ইউনিয়নের সঙ্গে যুক্ত শ্রমিকরাও হয়রানির শিকার হচ্ছেন। আন্দোলনের জেরে ৫ হাজার ৮৪৫ পোশাক শ্রমিককে আসামি করে ২৮টি মামলা হয়েছে। এর মধ্যে গাজীপুরের কোনাবাড়ী ও গাছা, সাভার, আশুলিয়া ও টঙ্গী পূর্ব থানায় ২৭টি কারখানার করা মামলায় ৪ হাজার ৩৪৫ শ্রমিককে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৫১৫ শ্রমিকের নাম উলেস্নখ আছে, বাকিরা অজ্ঞাতনামা। সাভার থানায় শিল্প পুলিশের করা এক মামলায় আসামি ১ হাজার ৫০০ অজ্ঞাত শ্রমিক।