কক্সবাজার সিজেএম কোর্টে চালু হলো ই-কজলিস্ট

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ও সিজেএম এর আওতাধীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতস?মূহে ই-কজলিস্ট অর্থাৎ অনলাইনে দৈনিক কার্যতালিকা চালু করা হয়েছে। কিছু দিন আগে থেকে পরীক্ষামূলকভাবে সিজেএম আদালত ও সিজেএম এর আওতাধীন অন্যান্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসমূহে ই-কজলিস্ট চালু করা হয়। তবে গত ৭ সেপ্টেম্বর থেকে পুরোদমে চূড়ান্তভাবে ই-কজলিস্ট চালু করা হয়েছে। 'আপনার আদালত' অ্যাপ ব্যবহার করে যে কেউ অতি সহজে মামলার বিগত ধার্য তারিখের ফলাফল, সংক্ষিপ্ত আদেশ, পরবর্তী ধার্য তারিখে করণীয় কি, কি কার্যক্রমের জন্য মামলাটি রয়েছে, মামলার পরবর্তী স্টেপ কি নিতে হবে ইত্যাদি জানতে পারবেন। এছাড়াও মামলার আপডেট কজলিস্ট ডেইলি অনলাইনে দেওয়ার পাশাপাশি হার্ডকপিও সংশ্লিষ্ট আদালতের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হচ্ছে। যা থেকে অতি সহজে আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী, সংশ্লিষ্টরা নিজ নিজ মামলার তথ্য ও করণীয় সম্পর্কে জানতে পারবেন।