জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা

প্রকাশ | ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সংবর্ধনা দিয়েছে জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন। ১৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ওই সভায় আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব ও সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবু্যনাল, ঢাকার বিচারক মো. মজিবুর রহমান, জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা; ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা।