বই পরিচিতি

জুরিসপ্রম্নডেন্স অ্যান্ড লিগ্যাল থিওরি (আইন শাস্ত্র)

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
উপমহাদেশের বিখ্যাত আইনজ্ঞ ভি ডি মহাজনের রচিত জুরিসপ্রম্নডেন্স অ্যান্ড লিগ্যাল থিওরি বইটির ধাপ, ধারাবাহিকতা অনুসরণ করে খাইরুল ইসলাম (তাজ) ভাষান্তর করেছেন। অনেক লিগ্যাল ম্যাক্সিম আছে, যেগুলোর বাংলা করতে গেলে হযবরল অর্থ দাঁড়ায়। সে ক্ষেত্রে ইংরেজি পরিভাষা রেখে দেয়াই বুদ্ধিমত্তার পরিচায়ক। খাইরুল ইসলামের (তাজ) জুরিসপ্রম্নডেন্স অ্যান্ড লিগ্যাল থিওরি বইটিতে এরকম কিছু অপরিবর্তনীয় পরিভাষা পাওয়া যাবে। অনেক বড় বাক্যকে কয়েকটি সহজ বাক্যে ভেঙে যথাযথ অর্থ রেখে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন আইন বিশেষজ্ঞ এবং মনীষীদের প্রাসঙ্গিক সংজ্ঞা ও বাণী বইটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। মোট ত্রিশটি অধ্যায়ে এবং দুটি অংশে গোটা বইকে ভাগ করা হয়েছে। ফলে তা হয়েছে সহজপাঠ্য। আইনের সংজ্ঞা থেকে শুরু করে এর ইতিহাস, বিশ্বব্যাপকতা, সৃষ্টির কৌশল, সমাজ-দেশ ইত্যাদির সঙ্গে এর সম্পর্ক, আইনের উৎস, আইনব্যবস্থা, আদালতব্যবস্থাপনা, আইন নিয়ে বিভিন্ন মতবাদ/তত্ত্ব- সব কিছুই বইটিতে সবিস্তারে উপস্থাপিত হয়েছে। বইটি সর্বশ্রেণির পাঠকদের মৌলিক জ্ঞান সঞ্চারণের জন্য খুব উপযোগী। বিশেষ করে আইনের শিক্ষার্থী, আইন গবেষক, বিচারক এবং শিক্ষকদের জন্য বইটি দারুণ সহায়ক হবে। ভাষাগত সহজবোধ্যতা, আলোচনাজনিত ধারাবাহিকতা এবং বৈশ্বিক সার্বিকতার জন্যই বইটি সবার প্রথম পছন্দ হতে পারে। জুরিসপ্রম্নডেন্স অ্যান্ড লিগ্যাল থিওরি (আইন শাস্ত্র) লেখক : খাইরুল ইসলাম (তাজ) প্রকাশক : ইউনিভার্সিটি পাবলিকেশন্স, ঢাকা। পৃষ্ঠা: ৬৫০