রাখাইনে যুদ্ধাপরাধ তদন্তের প্রক্রিয়া শুরু আইসিসির

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিনা, তার মূল তদন্ত শুরুর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছেন আন্তর্জাতিক আদালতের প্রতিনিধিরা। আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞরা বলছেন, আইসিসির এই উদ্যোগ 'খুবই গুরুত্বপূর্ণ।' এবং মিয়ানমারের সেনা নেতৃত্বকে এটি চিন্তায় ফেলে দেবে। কিন্তু প্রশ্ন উঠেছে মিয়ানমার যেখানে আইসিসির সনদেই সই করেনি, সেখানে এই বিচারের এখতিয়ার কি আন্তর্জাতিক আদালতের রয়েছে? আইসিসির বিচারকদের প্যানেল সিদ্ধান্ত দিয়েছেন, মিয়ানমার সনদে স্বাক্ষরকারী দেশ না হলেও সে দেশের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার করার এখতিয়ার আদালতের রয়েছে। কারণ, মিয়ানমারে যে অপরাধ সংঘটিত হয়েছে তার পরিণতি ভোগ করতে হয়েছে এমন একটি দেশকে যেটি আইসিসির সদস্য। জোরপূর্বক দেশ থেকে নাগরিকদের বের করে দেয়া এবং অন্যান্য অপরাধের কারণে পরিণতি ভোগ করতে হচ্ছে আইসিসির সদস্য দেশ বাংলাদেশকে। ফলে, মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার করার এখতিয়ার আইসিসির রয়েছে। আইসিসির সনদেই সেই ক্ষমতা বিচারকদের দেয়া হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ের রিপোর্ট পাওয়ার পর আইসিসির কৌঁসুলি যদি মনে করেন পূর্ণ তদন্ত শুরু করার যথেষ্ট কারণ সেখানে রয়েছে, তিনি তখন তদন্ত শুরুর জন্য বিচারক প্যানেলের অনুমতি চাইবেন।