সৌদিতে নতুন বছরের প্রথম সপ্তাহে শ্রম আদালতে দায়ের হয়েছে ২৩০২ মামলা

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
২০২৪ সালের প্রথম চার দিনে সৌদি আরবের শ্রম আদালতে দুই হাজার ৩০২টি মামলা দায়ের করা হয়েছে। সৌদি নিউজ পোর্টাল আখবার-২৪ এর বরাত দিয়ে সম্প্র্রতি এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। আইন মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নতুন বছরের শুরুতে রিয়াদে ৭৪১টি, মক্কায় ৫৫৯টি, পূর্ব প্রদেশে ১৬৪টি, মদিনায় ৩০৭টি, উত্তর সীমান্তে ১৬টি এবং আল বাহায় ৮টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর বিষয়ে বিস্তারিত জানা যায়নি, তবে সৌদিতে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। ২০১৮ সালে দ্রম্নত মামলা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য নতুন শ্রম আদালত চালু করে সৌদি। এই আদালত নিয়োগ চুক্তি, মজুরি, শ্রম অধিকার, ক্ষতিপূরণ এবং সামাজিক বীমা দাবি সম্পর্কিত রায় দিতে পারে।