বাংলাদেশে সাইবার অপরাধ বাড়ছে

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
বাংলাদেশে সাইবার অপরাধ অনেকটা জ্যামিতিক হারে বাড়ছে। গত ৬ বছরে বিভিন্ন থানা ও সাইবার ট্রাইবু্যনালে ২০৪৪টি মামলা হয়েছে। গত বছর মামলা হয় ৯২৫টি। পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৩ সালে মামলা হয়েছিল মাত্র ৩টি। সাইবার অপরাধে সাজা হয় মাত্র তিন ভাগ অপরাধীর। এর মূল কারণ হচ্ছে ঢালাওভাবে মানহানির মামলা দায়ের। যেগুলো আদালতে প্রমাণ করা সম্ভব হয় না। মিথ্যা মামলাও দায়ের হয় পাইকারিভাবে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাড়ায় চরিত্র হনন করার একটি গ্রম্নপকে চিহ্নিত করেছে পুলিশের সাইবার অপরাধ বিভাগ। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পয়সার বিনিময়ে বিভিন্ন জনের কুৎসা রটনা করত। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, রাজনৈতিক নেতানেত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তাদের সাহায্য নিতেন। সাইবার অপরাধে গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে। এর কারণ প্রসিকিউশন সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে পারেনি। আইনে সর্বোচ্চ ১৪ বছর ও সর্বনিম্ন ৭ বছরের জেলের বিধান রাখা হয়েছে। কিন্তু সাজা হচ্ছে খুব কম অপরাধীর