বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

আদালত প্রাঙ্গণের কর্মপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে আইন মন্ত্রণালয়ের তিন নির্দেশনা

আইন ও বিচার ডেস্ক
  ২০ আগস্ট ২০২৪, ০০:০০
আদালত প্রাঙ্গণের কর্মপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে আইন মন্ত্রণালয়ের তিন নির্দেশনা

আদালতের কর্মপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে আদালত প্রাঙ্গণে পলিথিন ও পস্নাস্টিক পণ্য ব্যবহার না করাসহ তিন দফা নির্দেশনা জারি করেছে আইন মন্ত্রণালয়। এই নির্দেশনা বাস্তবায়নে ১০ কার্যদিবস সময় বেঁধে দেয়া হয়েছে।

অধস্তন সব আদালতের উদ্দেশে ১২ আগস্ট আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো ১. পলিথিন ও পস্নাস্টিক পণ্য ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ ও আইনগতভাবে নিষিদ্ধ বিধায় অধস্তন আদালত প্রাঙ্গণে পলিথিন ও পস্নাস্টিক পণ্য ব্যবহার করা যাবে না।

২. জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মাতৃদুগ্ধ কেন্দ্র স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান মাতৃদুগ্ধ কেন্দ্রগুলো ব্যবহার উপযোগী করা।

৩. জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মহিলা ও পুরুষ বিচারপ্রার্থীদের জন্য পৃথক শৌচাগার স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান শৌচাগারগুলো ব্যবহার উপযোগী করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে