বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

খুলনা আইনজীবী সমিতির ৭৪ লাখ টাকা আত্মাসাতের অভিযোগ, ৫ আইনজীবীর নামে মামলা

আইন ও বিচার ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
খুলনা আইনজীবী সমিতির ৭৪ লাখ টাকা আত্মাসাতের অভিযোগ, ৫ আইনজীবীর নামে মামলা

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। মামলায় আইনজীবী সমিতির প্রায় ৭৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব নুরুল হাসান খুলনা সদর থানায় মামলাটি করেন।

মামলার অপর আসামিরা হলেন- খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক দুই সাধারণ সম্পাদক তারিক মাহমুদ ও কে এম ইকবাল হোসেন, সাবেক সভাপতি কাজী বাদশা মিয়া এবং সাইফুল ইসলামের ব্যক্তিগত হিসাবরক্ষক ইসতিয়াক।

মামলার এজাহারে উলেস্নখ করা হয়েছে, ২০২০ সালের ১২ অক্টোবর আইনজীবীদের জন্য বিশেষ কল্যাণ তহবিল গঠন করা হয়। সেই টাকা দিয়ে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়ী স্কিম করে টাকা জমা দেওয়া শুরু করেন আইনজীবীরা। সাড়ে ৩ বছরে সেখানে ৩ কোটি ৮০ লাখ ২৬ হাজার ৫১২ টাকা জমা হয়।

সেই ব্যাংক হিসাব ভেঙে ফেলে ৩ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন সাইফুল ইসলামসহ অন্যরা। এরপর ২ কোটি ৪০ হাজার ৪৪০ টাকা আইনজীবীদের মধ্যে বণ্টন করেন এবং এক কোটি টাকার একটি এফডিআর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে