শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

ইউরোপের সর্বোচ্চ আদালতে আরও একবার আইনি জটিলতায় গুগল

আইন ও বিচার ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইউরোপের সর্বোচ্চ আদালতে আরও একবার আইনি জটিলতায় গুগল

গুগলের বিরুদ্ধে অভিযোগ, ইউরোপের একটি ই-মোবিলিটি অ্যাপকে তারা নিজেদের অ্যান্ড্রোয়েড অটো পস্ন্যাটফর্ম ব্যবহার করার সুযোগ দিচ্ছে না। এটি ইউরোপের অ্যান্টিট্রাস্ট আইনের অধীনে প্রতিযোগিতা সম্পর্কিত নীতিমালার লঙ্ঘন বলে মতো দিয়েছেন ইউরোপের উচ্চ আদালতের একজন উপদেষ্টা।

২০২১ সালে ইতালির অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা অ্যালফাবেটের গুগল ইউনিটকে ১১৩.২ মিলিয়ন ডলার (১৩৫০ কোটি টাকার বেশি) জরিমানা করেছিল। গুগলের বিরুদ্ধে অভিযোগ ছিল ইতালির বহুজাতিক প্রতিষ্ঠান এনটেলের ই-মোবিলিটি অ্যাপ জুসপাস'কে 'অ্যান্ড্রোয়েড অটো' সিস্টেম ব্যবহার করতে না দেয়া।

'অ্যান্ড্রোয়েড অটো পস্ন্যাটফর্মে থার্ড-পার্টি অ্যাক্সেস দিতে গুগলের অস্বীকৃতি জানানোয় প্রতিযোগিতা সম্পর্কিত নীতিমালা লঙ্ঘন হতে পারে, এমনটাই বলেছেন আদালতের অ্যাডভোকেট জেনারেল লায়লা মেদিনা।

ইউরোপের অ্যান্টিট্রাস্ট আইনে উলেস্নখ আছে যে, এক ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজারে তার আধিপত্যকে কাজে লাগিয়ে নিজেদের তৈরি পস্ন্যাটফর্ম ব্যবহার করা থেকে কোন থার্ড-পার্টি অ্যাপকে বঞ্চিত করতে, কিংবা ব্যবহার করায় বাঁধা সৃষ্টি করতে, অথবা পস্ন্যাটফর্মটিতে অ্যাক্সেস দিতে দেরি করতে পারে না। তবে এমন কিছু করার ফলে যদি বাজারে প্রতিযোগিতাবিরোধী মনোভাব তৈরি হয় যেটা ভোক্তাদের জন্য ক্ষতিকর এবং সার্বিকভাবে ন্যায়সঙ্গত নয়- সেক্ষেত্রে এমন কর্মকান্ড ওই আইনের পরিপন্থি বলে গণ্য হবে।

এর আগে গুগল ইতালির কাউন্সিল অব স্টেটের কাছে করা আবেদনে অ্যান্ড্রোয়েড অটো অ্যাপটিতে জুসপাস'কে অ্যাক্সেস না দেয়া প্রসঙ্গে নিরাপত্তাজনিত কারণ দেখিয়েছে। পাশাপাশি জুসপাস'কে অ্যান্ড্রোয়েড অটোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দিষ্ট টেমপেস্নট না থাকার বিষয়টিরও উলেস্নখ আছে আবেদনে। তবে সম্প্রতি এই সার্চ ইঞ্জিন জায়ান্ট নিজেদের অবস্থান থেকে সরে এসে বিষয়টির সমাধানে উদ্যোগ নিয়েছে।

সাম্প্রতিক সময়ে অ্যাপল, মেটা, টেসলার মতো টেক জায়ান্টরা ইউরোপে অ্যান্টিট্রাস্ট ইসু্যতে বিপাকে পড়েছে। আমেরিকাতেও ডিপার্টমেন্ট অব জাস্টিসের 'অ্যান্টিট্রাস্ট আইন' প্রযুক্তি খাতের রাঘব বোয়ালদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর এই ইসু্যতে সিলিকন ভ্যালির নেতাদের একটি বড় অংশ আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মাঠেও নেমেছেন।

গুগলের এই অ্যান্টিট্রাস্ট মামলায় শেষ পর্যন্ত কার জয় হয় সেটাই এখন দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে