শরিয়া পুলিশের পুনর্বিচার শুরু

প্রকাশ | ২৮ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জার্মানির পশ্চিমাঞ্চলের শহর ভুপার্টালে সাত ব্যক্তির বিরুদ্ধে আবার বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে শরিয়া পুলিশ নামে একটি গ্রম্নপ তৈরি করে হলুদ 'ভেস্ট' পরে রাস্তায় টহল দেয়ার অভিযোগ রয়েছে। স্বঘোষিত 'শরিয়া পুলিশ'-এর এই দল ২০১৪ সালে রাস্তায় সাধারণ মানুষকে গান শোনা এবং মদ্যপান থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছিল। সম্প্রতি তাদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। নতুন করে বিচারের মুখোমুখি হওয়াদের অবশ্য ২০১৬ সালে আদালত একবার নিষ্কৃতি দিয়েছিল। কিন্তু গতবছর জার্মানির একটি উচ্চ আদালত নিম্ন আদালতের সেই রায় বাতিল করে নতুন করে তাদের বিচারের সিদ্ধান্ত নেয়। আসামিরা ২০১৪ সালে 'শরিয়া পুলিশ' লেখা হলুদ পোশাক পরে ভুপার্টালের রাস্তায় টহল দিয়েছিলেন। তাদের টহলের ছবি সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। তারা সেসময় একটি 'শরিয়া নিয়ন্ত্রিত অঞ্চল'-এর ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ করেছিল বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি তারা পথচারীদের মাদক, মদ, জুয়া, পতিতালয়ে যাওয়া, গান শোনা এবং পর্নোগ্রাফি থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছিলেন। সেই সাত শরিয়া পুলিশের বিরুদ্ধে ইউনিফর্মসংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য কিংবা দুষ্কর্মে সহায়তার অভিযোগ দায়ের করা হয়েছে, যার শাস্তি হতে পারে দুই বছর পর্যন্ত কারাদন্ড। আদালতের নথিপত্রে তাদের 'সালাফিস্ট সিনের' সদস্য হিসেবে আখ্যায়িত করে তারা জার্মানির গণতান্ত্রিক আইনিব্যবস্থাকে বদলে সেখানে শরিয়া আইন প্রতিষ্ঠার চেষ্টা করেছিল বলে উলেস্নখ করা হয়েছে। পাঁচ বছর পর আবার বিচার ২০১৪ সালের সেই ঘটনার জন্য ২০১৬ সালে প্রথমবার বিচারের মুখোমুখি হন আলোচিত সাত ব্যক্তি। কিন্তু তখন ভুপার্টাল জেলা আদালতের বিচারক তাদের ইউনিফর্ম নিষেধাজ্ঞা ভঙ্গের জন্য শাস্তি দিতে চাননি, কেননা, তারা আইন ভঙ্গ করতে চেয়েছিলেন এমনও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিচারকরা মনে করেছিলেন। কিন্তু ২০১৮ সালের জানুয়ারি মাসে কার্লসরুয়ের কেন্দ্রীয় বিচার আদালত নিম্ন আদালতের সেই রায়ের সমালোচনা করে সেই সাত ব্যক্তিকে আবার বিচারের মুখোমুখি করার নির্দেশ দেয়। আইনজীবী এবং ইসলাম বিশেষজ্ঞ মাথিয়াস রোহে মনে করেন, পুনর্বিচারের নির্দেশনা দিয়ে আদালত সঠিক কাজটিই করেছে, কেননা শরিয়া পুলিশের দলটির কারণে মুসলিম এবং অমুসলিমরা আতঙ্কিত অনুভব করার সুযোগ ছিল। ডয়েচে ভেলে অবলম্বনে