যু ক্ত রা ষ্ট্র

বাড়ি ভাড়া দিতে না চাওয়ায় পৌনে সাত লাখ ডলার জরিমানা

প্রকাশ | ০৪ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে এক বাড়ির মালিক তার ভাড়াটেকে মুসলিম বাবা আর সন্তানের কাছে রেস্টুরেন্টের জন্য জায়গা ইজারা দিতে নিষেধ করেছিলেন। এ কারণে ৬,৭৫,০০০ ডলার দিয়ে এখন আপস করতে হবে তাকে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের পাশের শহর ডেনভারে ২০১৬ সালে একটি বাড়ি ভাড়া নেন ক্রেইগ ক্যাল্ডওয়েল। সেখানে তিনি একটি ফ্রাইড চিকেনের রেস্টুরেন্ট খোলেন। ২০১৭ সালের শেষ দিকে এসে সেটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেন ক্যাল্ডওয়েল। কিন্তু বাড়ির মালিকের সঙ্গে চুক্তি অনুযায়ী তাকে হয় নতুন ভাড়াটিয়া খুঁজে দিতে হবে, নয়তো ৫ বছর ভাড়া পরিশোধ করে যেতে হবে। ক্যাল্ডওয়েল তাই নামেন ভাড়াটিয়ার সন্ধানে। পেয়ে যান রাশাদ খান ও তার বাবা জুনেদকে। তারা সেখানে ভারতীয় খাবারের দ্বিতীয় একটি রেস্টুরেন্ট খোলার জন্য আগ্রহী হন। কিন্তু সমস্যা বাধল ক্যাল্ডওয়েল যখন বাড়ির মালিক ক্যাটিনা গ্যাচিসকে তাদের পরিচয় দিলেন। মুসলিম শোনার পর তিনি ভাড়ার চুক্তিতে অনুমোদন দেয়ার বিষয়ে আর কোনো আগ্রহ দেখালেন না। এক সপ্তাহ পর ক্যাল্ডওয়েল আবারও গেলেন তার বাড়ির মালিকের কাছে। এবার তিনি কথোপকথন রেকর্ড করেন মোবাইলের অ্যাপ ব্যবহার করে। পরে নিজের আইনজীবীর পরামর্শে বিষয়টি নিয়ে আদালতে যান ক্যাল্ডওয়েল। সেখানে ক্যাটিনা গ্যাচিসও তার এই কথোপকথনের কথা স্বীকার করেন। আদালতে বিষয়টি গড়ানোর পর স্থানীয় গণমাধ্যমেও এই খবর আসে। ওই বাড়ির মালিকের ব্যবসা প্রত্যাখ্যানের হিড়িক ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০১৯ সালের এপ্রিলে আদালতে দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়। সে অনুযায়ী, বাড়ির মালিক নারীকে তার আচরণের জন্য ৬,৭৫,০০০ ডলার দিতে হবে বাদীদের। এক বছর মামলা চলার পর এটিকে বড় ধরনের স্বস্তি হিসেবে উলেস্নখ করেছেন রাশাদ। বলেন, 'আমি আর আমার বাবা শুধু দেখতে চেয়েছিলাম যে, বিচার বলে কিছু আছে, যার কারণে এই নারী এমনটি করতে পারেন না।' ১১ বছর বয়সে যক্তরাষ্ট্রে আসেন রাশাদ। বাবার সাথে ব্যবসায় নামার আগে কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তিতে ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ আর যুক্তরাজ্যের সঙ্গেও তার পারিবারিক সংযোগ রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। ইন্টারনেট অবলম্বনে