আইন ও বিচার বিভাগে বরাদ্দ ১৬৫২ কোটি টাকা; সুপ্রিম কোর্টের জন্য ১৯৫ কোটি

প্রকাশ | ১৮ জুন ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
আগামী ২০১৯-২০ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৬৫২ কোটি ২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের জন্য ১৯৫ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন। আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৬৫২ কোটি ২ লাখ টাকা বরাদ্দ প্রস্তাবের মধ্যে পরিচালন খাতে ১ হাজার ১৯৮ কোটি ৫২ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৪৫৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে মোট ১ হাজার ৫৭৭ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার টাকা বরাদ্দ করা হয়।