সমান মজুরির দাবিতে সুইস নারীদের আন্দোলন

প্রকাশ | ১৮ জুন ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
বিশ্বের অন্যতম প্রগতিশীল দেশ হিসেবে পরিচিত সুইজারল্যান্ডে নারীদের জন্য নেই মজুরির সমতা। তাই কাজ বন্ধ করে সুইজারল্যান্ডের রাস্তায় বিক্ষোভ করেছেন নারীরা। সমান মজুরির দাবিতে প্রথমবার দেশজুড়ে ধর্মঘট পালিত হওয়ার প্রায় তিন দশক পর আবার নারীদের আন্দোলন শুরু হয়েছে। ইউনিয়ন ও অধিকার সংরক্ষণ দলগুলো বেগুনি সমুদ্র দেখার অপেক্ষায় রয়েছে। সমান মজুরির দাবিতে বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বেছে নেয়া হয়েছে বেগুনি রংকেই। তবে যে দেশে কাজ বন্ধ করা একেবারেই বিরল ঘটনা, সেখানে এ ধরনের আন্দোলন কতটুকু সফল হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সুইস সংবিধানে লিঙ্গ নির্বিশেষে সবার জন্য সমান মজুরির অধিকার অন্তর্ভুক্ত করা হয় ১৯৮১ সালে। এর ১০ বছর পর, অর্থাৎ ১৯৯১ সালের ১৪ জুন প্রায় ৫ লাখ নারী কর্মক্ষেত্র বা ঘর থেকে বেরিয়ে অসমতার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেন। সুইস নারীদের আয়ের পরিমাণ এখনো পুরুষদের চেয়ে গড়ে ২০ শতাংশ কম। জাতীয় পরিসংখ্যান অফিসের হিসাব অনুযায়ী, সমযোগ্যতাসম্পন্ন নারী-পুরুষের ক্ষেত্রে বেতনের পার্থক্য গড়ে ৮ শতাংশ।