স ং খ্যা ত থ্য

বাংলাদেশে প্রচলিত আইন ও বিচারাধীন মামলা

প্রকাশ | ০২ জুলাই ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
দেশে ১৭৯৯ থেকে ১০ জুন ২০১৯ সাল পর্যন্ত ১ হাজার ১৪৮টি আইন প্রচলিত রয়েছে। দেশের বিভিন্ন আদালতে এবছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মোট মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭টি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ২১ হাজার ৮১৩টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১৪ হাজার ২৩টি। ফৌজদারি মামলা ৭ হাজার ৬৫৫টি ও অন্যান্য (কনটেস্ট পিটিশন) মামলা ১৩৫টি। হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৬৬৪টি। এর মধ্যে দেওয়ানি মামলা ৯৬ হাজার ১১৪টি; ফৌজদারি মামলা ৩ লাখ ১৭ হাজার ৪৪৩টি ও অন্যান্য মামলা ৯৩ হাজার ১০৭টি। আর অধস্তন আদালতে বিচারাধীন মামলার মধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১৩ লাখ ২৮ হাজার ৬০০টি ও ফৌজদারি মামলা ১৭ লাখ ২৫ হাজার ২৭০টি। ৩১ মার্চ পর্যন্ত দেশের পারিবারিক আদালতে মোট বিচারাধীন মামলার সংখ্যা ৫৯ হাজার ৮৬০টি। পারিবারিক আদালতে ৬৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি মামলা ঢাকা জেলায় ৫ হাজার ৫০৯টি। বান্দরবান ও খাগড়াছড়িতে এ ধরনের মামলা নেই। নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৫৫১টি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে সবচেয়ে বেশি মামলা ঢাকায়। ১৩ হাজার ৭৭৭টি মামলা বিচারাধীন রয়েছে রাজধানীর ৯টি ট্রাইবু্যনালে। এ ছাড়া নারায়ণগঞ্জে ১ হাজার ৬৭৯, গাজীপুরে ৩ হাজার ৭৭৮, মানিকগঞ্জে ২ হাজার ৩২১, মুন্সীগঞ্জে ১ হাজার ২১৫, নরসিংদীতে ১ হাজার ৯৯২, কিশোরগঞ্জে ২টি ট্রাইবু্যনালে ২ হাজার ২৩৫, টাঙ্গাইলে ৩ হাজার ৬, ফরিদপুরে ১ হাজার ৮৭২, রাজবাড়ীতে ১ হাজার ১২৬, গোপালগঞ্জে ১ হাজার ৭৯২, মাদারীপুরে ১ হাজার ৪৮৩, শরীয়তপুরে ৩৫৯টি মামলা, চট্টগ্রামে (৭টি ট্রাইবু্যনাল) ১২ হাজার ৪৭৭ মামলা বিচারাধীন রয়েছে।