বাসার প্রিন্টারে জাল নোট তৈরি করে ধরা

প্রকাশ | ২৩ জুলাই ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
প্রযুক্তির সহায়তায় নয়, বাসার প্রিন্টারে ছাপানো জাল নোট নিয়ে গাড়ি কিনতে গিয়ে ধরা পড়েছেন এক জার্মান নারী। গাড়ির ডিলার পুলিশে দিয়েছেন তাকে। দক্ষিণ-পশ্চিম জার্মানির কাইজার্সলাউটেয়ার্ন শহরে এমন অদ্ভুত কান্ড ঘটেছে। এই ঘটনা তদন্ত করছে পুলিশ। গাড়ি কিনতে এসে দোকানিকে ১৫ হাজার ইউরোর জাল নোট গছিয়ে দেয়ার চেষ্টা করেন ২০ বছর বয়সী ওই নারী। কিন্তু মুহূর্তের মধ্যে ধরা পড়তে হয় তাকে। সাধারণ প্রিন্টারে সাধারণ কাগজে ইউরোর নোট ছাপানোর কান্ড বের করতে বেশি সময় নিতে হয়নি পুলিশকে। ওই নারীর বাসায় গিয়ে ১৩ হাজার ইউরোর পরিমাণের তরতাজা জাল নোট পায় পুলিশ। জার্মানি ফেডারেল ক্রিমিনাল পুলিশ (বিকেএ) জানিয়েছে, জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার শাস্তি কমপক্ষে এক বছরের জেল। এখন পর্যন্ত ওই নারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনেননি প্রসিকিউটররা। পেশাদার নোট জালকারীরা সাধারণত উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করেন। এমনকি অনলাইনে জাল নোট তৈরির সরঞ্জাম পাওয়া যায়। কিন্তু সেসব দিকেও যাননি ওই নারী। পুলিশ জানিয়েছে, জার্মানিতে বেশি জাল হয় ৫০ ইউরোর নোট। ২০১৮ সালে মোট ৫৪ হাজারটি নোট জালিয়াতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৯৯ হাজার ৯০০টি নোটে অর্থের পরিমাণ ছিল ১৭ মিলিয়ন ইউরো।