ইউরোপীয়দের কাছে অভিবাসন সবচেয়ে দুশ্চিন্তার

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
দুই বছর পরপর একটা জরিপ পরিচালনা করে ইউরোপীয় কমিশন। এবার সেই জরিপ থেকেই বেরিয়ে এসেছে এমন তথ্য। এর আগে দেখা গিয়েছিল এ অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের বিপদ নিয়েই বেশি শঙ্কিত। তবে এবারের ফলাফল বলছে অন্য কথা। ইউরোপীয় কমিশনের জরিপ বলছে, এখন সেই জায়গা নিয়েছে অভিবাসন। ইউরোপীয় ইউনিয়নের মোট ২১টি দেশেই জরিপে অংশ নেয়া বেশির ভাগ মানুষ বলেছেন তাদের বড় দুশ্চিন্তা এখন অভিবাসন। মোট ৩৪ ভাগ মানুষ তা মনে করেন। আগের জরিপে শতকরা ৪০ ভাগ মানুষ তা বললেও তখন দুশ্চিন্তার বিষয় হিসেবে জলবায়ু পরিবর্তন ছিল সবার ওপরে। এই প্রথম জলবায়ু পরিবর্তন নেমে এসেছে দ্বিতীয় স্থানে। ইউরোব্যারোমিটার নামের দ্বিবার্ষিক এই জরিপ অনুযায়ী, মোট মাত্র ২২ ভাগ মানুষ মনে করেন জলবায়ু পরিবর্তন তাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠতে পারে। ইউরোপের মানুষের কাছে এখন তৃতীয় দুশ্চিন্তার বিষয় অর্থনীতি এবং সন্ত্রাসবাদ। শতকরা ১৮ ভাগ মানুষ বলেছেন এ কথা। চতুর্থ স্থানে রয়েছে পরিবেশ (১৩%)। জরিপে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ইইউর প্রতি আস্থা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৪০ ভাগ মানুষ বলেছেন, ইইউ পার্লামেন্টের প্রতি তাদের আস্থা রয়েছে, বিপরীতে ৩৪ ভাগ মানুষ বলেছেন তাদের আস্থা বেশি নিজের দেশের পার্লামেন্টের প্রতি। এ ছাড়া ৪৫ ভাগ মানুষ ইইউকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন, ৬১ ভাগ এই জোটের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী আর ৫৫ ভাগ মনে করেন ব্রাসেলসে যথাযথভাবে গণতন্ত্রের চর্চা হচ্ছে।