নিষ্পত্তির হার বাড়লেও মামলা জট কমেনি

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
আগের তুলনায় মামলার নিষ্পত্তির হার বাড়লেও জট কমেনি। গত ১১ বছরে প্রায় সোয়া কোটি মামলা নিষ্পত্তি হয়েছে। আর এই সময়ে মামলা দায়ের হয়েছে প্রায় সাড়ে চার কোটি। বর্তমানে উচ্চ আদালতসহ অধস্তন আদালতে প্রায় ৩৬ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বিচারাধীন মামলার শুনানি ও নিষ্পত্তি নিয়মতান্ত্রিক পর্যায়ে চললেও প্রতিদিন প্রায় ৩০০ নতুন মামলা তালিকায় যুক্ত হচ্ছে। যেভাবে মামলার সংখ্যা বাড়ছে সেই অনুপাতে বিচারক সংখ্যা বাড়েনি। আইন কমিশনের সূত্র মতে, বাংলাদেশে ১ লাখ ৪৩ হাজার জনসংখ্যার বিপরীতে বিচারকের সংখ্যা মাত্র এক। সম্প্রতি জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০০৯ থেকে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত সারা দেশে আদালতগুলোয় ১ কোটি ১ লাখ ৩৭ হাজার ৭৬১ মামলা নিষ্পত্তি হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের পরিসংখ্যানে জানা গেছে ২০০৮ থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত মোট মামলা নিষ্পত্তি হয়েছে ১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৩২৬। আইনমন্ত্রী আরও জানান দেশের বিভিন্ন আদালতে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭।