আগের চেয়ে বেশি অস্ত্র রাখছেন জার্মানরা

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
জার্মানিতে সঙ্গে অস্ত্র রাখার প্রবণতা বেড়েছে। পাঁচ বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি মানুষ এখন সঙ্গে গ্যাস পিস্তল রাখছেন। রাইফেলসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র রাখার প্রবণতাও বেড়েছে। জার্মানির রাইনিশে পোস্ট পত্রিকা ১৬টি রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ মুহূর্তে জার্মানির ৬ লাখ ৪০ হাজার মানুষের গ্যাস পিস্তলের লাইসেন্স রয়েছে। গত বছর এর চেয়ে ৩০ হাজার কম মানুষের এই লাইসেন্স ছিল। গ্যাস পিস্তল এবং অন্য অস্ত্র সঙ্গে রাখার প্রবণতা মূলত ২০১৪ সালের পর থেকেই বাড়ছে। ২০১৪ সালে সারা জার্মানিতে মাত্র ২ লাখ ৬০ হাজার মানুষের কাছে গ্যাস পিস্তলের লাইসেন্স ছিল। গ্যাস পিস্তলের পাশাপাশি আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার প্রবণতাও বাড়ছে। ২০১৮ সালের হিসাব অনুযায়ী জার্মানিতে ৫৪ লাখ মানুষের কাছে রাইফেলের মতো সত্যিকারের আগ্নেয়াস্ত্র ছিল। ২০১৭ সালের তুলনায় সংখ্যাটি ২৭ হাজার বেশি। গ্যাস পিস্তল দেখতে পিস্তলের মতোই। তবে এতে গুলি থাকে না। এটা দিয়ে যে কোনো জায়গায় গুলি ছোড়ার মতো বিকট শব্দ করা যায়।