ইংলিশ ল' লইয়ার্স অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
বাংলাদেশে মূলত নব্বই দশক থেকেই আগের তুলনায় বেশিসংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যের আইন বিষয়ে পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠে। নব্বই দশকের শুরুর দিকে বিলেতে গিয়ে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ থেকেও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের অধীন ইন্টারন্যাশনাল প্রোগ্রামের প্রচলন শুরু করে যুক্তরাজ্য। এই সুযোগ সৃষ্টি হওয়ার ফলে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অনেক শিক্ষার্থী আইন বিষয়ে পড়াশোনা শুরু করে। বাংলাদেশের আইন অঙ্গনে যুক্তরাজ্য অধীন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অর্থাৎ 'ইংলিশ ল' পড়ুয়া আইনজীবীর সংখ্যা বর্তমানে অনেক। আইন অঙ্গনের বিভিন্ন প্রান্তরে, বিশেষ করে সুপ্রিম কোর্ট ও জেলা আদালতগুলোতে আইনজীবী হিসেবে ইংলিশ ল' গ্র্যাজুয়েটদের সংখ্যা একেবারে কম নয়। একটি অ্যাসোসিয়েশনের অগাধ প্রয়োজনীয়তাকে অনুভব করে যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যমী ও তরুণ আইনজীবীর নিরলস শ্রম ও প্রচেষ্টায় সম্প্রতি ইংলিশ ল' লইয়ার্স অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করেছে। গঠন করা হয়েছে অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। আহ্বায়ক করা হয়েছে ব্যারিস্টার অনিক আর হক এবং সদস্য সচিব ব্যারিস্টার আশরাফুল হাদী। যথাসময়ে অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র প্রস্তুত করে সংগঠনকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন আহ্বায়ক কমিটি।