ইটালিতে শরণার্থীদের ধর্ষণ ও হত্যার অভিযোগে তিনজন গ্রেপ্তার

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
লিবিয়া থেকে ইউরোপে আসতে ইচ্ছুকদের ধর্ষণ, নির্যাতন এবং হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ইটালির পুলিশ। গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে দুজন মিশরীয় আর বাকি একজন গিনি বিসাউয়ের। গ্রেপ্তার হওয়া গিনি বিসাউয়ের নাগরিকের বয়স ২৭ বছর আর মিশরের দুজনের বয়স ২৪ ও ২৬ বছর। ইটালির বিভিন্ন শিবিরের অভিবাসনপ্রত্যাশীদের অভিযোগ ওই তিন ব্যক্তি লিবিয়ার জাওয়াইয়ে সাবেক সেনাঘাঁটিতে ডিটেনশন ক্যাম্প খুলেছেন। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা ইউরোপে ঢুকতে চান, তাদের পৌঁছে দেয়ার আশ্বাস দিতেন ওই ব্যক্তিরা। আগেভাগে চুক্তি অনুযায়ী টাকা দিতে ব্যর্থ ব্যক্তিদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হতো। তারপর শুরু হতো অকথ্য নির্যাতন। গিনি বিসাউ এবং মিশরের তিন ব্যক্তি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রথমে ইটালির লাম্পেদুসায় যান, সেখান থেকে যান সিসিলিতে। সেখানেই গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তার করার আগে ইটালির বিভিন্ন শিবিরে থাকা অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। অভিবাসনপ্রত্যাশীরা পুলিশকে জানান, টাকা দিতে না পারলে লিবিয়ার ডিটেনশন ক্যাম্পে তাদের লাঠি, বৈদু্যতিক তার, রাইফেলের বাঁট দিয়ে পেটানো হতো। অনেক সময় ইলেক্ট্রিক শকও দেয়া হতো তাদের। নির্যাতনের ফলে অনেক মানুষকে মৃতু্যবরণ করতে দেখেছেন বলেও জানান তারা। পালাতে গেলে গুলি করে মেরে ফেলা হতো। \হএছাড়া নারীদের সুপরিকল্পিতভাবে ধর্ষণ করা হতো বলেও জানিয়েছেন অভিবাসনপ্রত্যাশীরা।