সোশ্যাল মিডিয়ার জ্বালায় অ্যান্ড্রয়েড ফোন ছাড়তে চান বিচারপতি

প্রকাশ | ০১ অক্টোবর ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
ভারতে সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারির জন্য কেন্দ্রীয় সরকার কোনো গাইডলাইন তৈরি করেছে কিনা, তিন সপ্তাহের মধ্যে আদালতে তা জানাতে বলল দেশটির সুপ্রিম কোর্ট। এসংক্রান্ত এক মামলার শুনানির সময় সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোন ও সোশ্যাল মিডিয়া নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্তা। তিনি জানান, অ্যান্ড্রয়েড ফোন ছেড়ে আবার সেই গোড়ার দিককার মোবাইল ফোনে তিনি ফিরে যেতে চান। 'লাগামছাড়া' সোশ্যাল মিডিয়ার 'তাড়না'য়। সুপ্রিম কোর্টের বিচারপতির মুখে সে কথা শুনে কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা বললেন, তার পরিচিতদের অনেকেই অ্যান্ড্রয়েড ছেড়ে ফিরে গিয়েছেন সেই গোড়ার দিকের মোবাইল, ফিচার ফোনে! সোশ্যাল মিডিয়ার ওপর কড়া নজরদারির কী কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র, সেই নীতি তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রকে আদালতে জানাতে বলেন বিচারপতি গুপ্তা। বেঞ্চের পর্যবেক্ষণ, 'সোশ্যাল মিডিয়ার অপব্যবহার দেশের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। দেশের আইন-শৃঙ্খলার পক্ষে হয়ে উঠতে পারে উদ্বেগজনক। তা রুখতে সরকারের একটি সুনির্দিষ্ট নীতি গ্রহণ করা উচিত।'